বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ধিক্কার মিছিল শিলচরে

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করলেন শিলচর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের জনগণ। শনিবার সন্ধ্যা শতাধিক পুরুষ ও মহিলা একত্রিত হয়ে আশ্রম রোডের বিশফুটি থেকে কলেজ রোড বাজারের  এসে ধিক্কার মিছিলের সমাপ্তি ঘটে। বিগত কয়েকদিন বাংলাদেশে জামাতে ইসলামি উগ্র সংগঠনের দ্বারা হিন্দুদের উপর বর্বরচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় ধিক্কার জানান।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ধিক্কার মিছিল শিলচরে

প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস বলেন, ছাত্র-জনতা আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেদেশে এক অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে। মৌলবাদীরা মঠ-মন্দির ভাঙচুর সহ হিন্দু নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে। এমনকি অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যাও করা হচ্ছে। তিনি বলেন, হিন্দুর রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়ে ছিল। আজ সেদেশের হিন্দু শূণ্য হয়ে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে ২৭ শতাংশ ছিল আজ সেখানে দাঁড়িয়েছে ৭ শতাংশ। হিন্দু শূণ্য রাষ্ট্র করার পরিকল্পনা মৌলবাদীদের। তিনি বলেন, প্রাণ বাঁচাতে কাঁটা তারের পাশে হাজার হাজার লোক পৌঁছে আর্তনাদ করছেন। তাই প্রাণ রক্ষার জন্য অস্থায়ী শিবির করার রাজ্য ও কেন্দ্র  সরকারের কাছে দাবি রাখেন। এ দিন বাংলাদেশে ১৯৭১ সাল থেকে হিন্দু সমাজ রক্ষা করতে যাঁরা মৃত্যুবরণ করেছিলেন তাঁদের স্মরণ করে পুষ্পার্ঘ্য ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ধিক্কার মিছিল শিলচরে

Author

Spread the News