শহরের বিভিন্ন স্থানে পথসভা সমন্বয় মঞ্চের

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচরের বৃহত্তর মালুগ্রাম এলাকায় জলকর, পুরকর সহ অন্যান্য কর বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের আহ্বানে শনিবার বিকেল চারটায় আর্যপট্টীর দুর্গাবাড়ির সামনে থেকে পথসভা শুরু হয়। এরপর দেবীপ্রসাদ পাঠশালা, মধুরামুখ, ঘনিয়ালা মোকাম, ইটখোলা তেমাথায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হরিদাস দত্ত, আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, সংগঠনের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুব সাহা, সুভাষ পাল, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, সাংগঠনিক সম্পাদক কিশোর ভট্টাচার্য, মহিতোষ পাল, সীমান্ত ভট্টাচার্য সহ সংগঠনের কর্মকর্তারা।

বক্তারা বলেন, অন্যায়ভাবে পুর কর্তৃপক্ষ জল ১২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করে দিয়েছে। তাছাড়া বৃদ্ধি করা হয়েছে ট্রেড লাইসেন্স ফি, জমি কেনা বেচার কর, প্রপত্রের দাম সহ বিভিন্ন ধরনের কর। অথচ পুর আইন বলছে নির্বাচিত পুরসভা ছাড়া কারও পুরকর বৃদ্ধির ক্ষমতা নেই। তারা বলেন শহরের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে অথচ ন্যূনতম মেরামত করা হচ্ছে না। পুরসভা শহরকে জঞ্জালের স্তুপ বানিয়ে রেখেছে, অল্প বৃষ্টিতে শহরের রাস্তা ঘাট ডুবে যায়, শহরের জল নিকাশি ব্যবস্থা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে তৈরি করার ফলে তা কার্যত জমাজল সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। তাঁরা বলেন, অন্যায়ভাবে বর্ধিত পুরকর প্রত্যাহার না করলে আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করবে।

শহরের বিভিন্ন স্থানে পথসভা সমন্বয় মঞ্চের

এছাড়াও সামিল হন কমল চক্রবর্তী, হায়দার হোসেন চৌধুরী, সুভাষ পাল, নন্দদুলাল সাহা, কৃষাণু ভট্টাচার্য, প্রদীপ নাথ, অরিন্দম দেব, চাম্পলাল দাস, মলয় দত্ত, প্রতিমা দাস, অঞ্জলি দেব, বাবলী ভৌমিক, রামেন্দ্র ভট্টাচার্য, ত্রিদিব পাল সহ অসংখ্য নাগরিক।

Author

Spread the News