পিএম বিশ্বকর্মা যোজনার অধীন ভাস্কর্য শিল্পের উপর পাঁচ দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (পিএম বিশ্বকর্মা)-র অধীনে রাধামাধব কলেজ সেন্টারে পাঁচ দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন হল। বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী পাঁচ দিনের প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হওয়ায় খুশি ব্যক্ত করেন।  তিনি বলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং তার কলেজের এরকম একটা প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে এতে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান। কলেজ অধ‍্যক্ষ জানান রাধামাধব কলেজ সেন্টার থেকে ভাস্কর্য শিল্পকে বাছাই করা হয়েছিল এবং পি.এম বিশ্বকর্মা সার্টিফায়েড ট্রেনার হিসাবে উজ্জ্বল কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বলে জানান অরুন্ধতী। 

ট্রেনার উজ্জ্বল কর্মকার বলেন পি.এম বিশ্বকর্মার অধীনে যে প্রশিক্ষণ চলছে তা মূলতঃ সাত দিনের ছিল। প্রথম দিন পরিচয় পর্ব, পাঁচ দিন মূল প্রশিক্ষণ ও অন্তিম দিন এসেসমেন্ট পরীক্ষা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ভাবে সাবলম্বী করতে এই প্রকল্পটি চালু করেন। তিনি বলেন যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আগে থেকেই কোন না কোন ভাবে ভাস্কর্য শিল্পের কাজে জড়িত রয়েছেন। উজ্জ্বল জানান প্রশিক্ষণ সম্পন্ন হলে প্রতিজন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি এক লক্ষ টাকার লোন পাবেন এবং লোনের টাকা কিভাবে পরিশোধ করবেন সেসম্পর্কে প্রশিক্ষার্থীদের অবগত করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *