মহালয়ার প্রভাতে চা-বিস্কুট পরিবেশন কাটলিছড়া এবিভিপির
এ বি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মহালয়ার প্রভাতে চা-বিস্কুট পরিবেশন করলো এবিভিপি কাটলিছড়া ইউনিট। মহালয়ার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া সাধারণ মানুষদের জন্য এই সেবামূলক উদ্যোগ গ্রহণ করে এবিভিপির সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহালয়ার ভোরে রাস্তায় বের হওয়া মানুষ।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন এবিভিপির কাঠলিছড়া ইউনিটের সভাপতি বিরাজ দেব, সহ-সভাপতি অনুপ পাল, চিন্ময় দাস, সম্পাদক শুভ্রজ্যোতি পাল, বর্ষা মালাকার, দেবাশিস দাস, পৌলমী চক্রবর্তী, সর্বানি শ্রীবাস্তব, বিনোদ ত্রিপুরা, স্নেহা পাল, রাজেশ সেন, বিরাট দেব, সানরাজ দেবরায় সহ অন্যান্য সক্রিয় সদস্যরা।