ধর্ষণের দায়ে ২০ বছর কারাদণ্ড যুবকের
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে ২০ বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্পেশাল জাজ (পসকো) নারায়ন কুরির আদালত। সাজাপ্রাপ্ত যুবক নিরঞ্জন ভক্ত (২০) লক্ষীপুর থালা এলাকার টিলাবস্তির বাসিন্দা।
ধর্ষণের ঘটনা ঘটে ২০২৩ সালের ১৭ মে। ওইদিন রাত ১১টা নাগাদ নিরঞ্জন তার এক বাড়িতে যায়। সে সময় বাড়ির লোকেরা ছিলেন ঘুমিয়ে। সে নাবলিকার ঘরের দরজার আগল কোনওভাবে খুলে ফেলে। এরপর ভেতরে ঢুকে একটি বিছানায় একা ঘুমিয়ে থাকা ওই বাড়ির বছর ১৩র এক নাবালিকার মুখে চাপা দিয়ে বলপূর্বক যৌনাচার চালায়। এসবের মাঝে ঘরের ভেতর অন্য বিছানায় শুয়ে থাকা নাবালিকার মা শব্দ পেয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে নিরঞ্জনের পাশবিক অত্যাচারের দৃশ্য দেখে তাকে আটকানোর জন্য দরজা বন্ধ করে দেন। এরপর তিনি শুরু করেন চিৎকার। এই অবস্থায় সে ওই নাবালিকার মাকে লাথি মেরে দরজা খুলে পালিয়ে যায়।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ নিয়ে পরদিন লক্ষীপুর থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত শেষে মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়ার পর গত সোমবার আদালত নিরঞ্জন কে দোষী সাব্যস্ত করে। এরপর বৃহস্পতিবার ঘোষণা করা হয় সাজা।
আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির ৪৫০ ধারায় ১০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে ১০ হাজার টাকা। জরিমানা অনাদায় তাকে ভোগ করতে হবে আরো ৩ মাসের কারাদণ্ড। এছাড়া পকসো আইনের ৪ নম্বর ধারায় তাকে ২০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৪ মাসের কারাদণ্ড। দুটি সাজা চলবে একসঙ্গে।