এবার চিকিৎসকের হাতে যৌন নিগ্রহের শিকার নার্স, কেটে দিলেন গোপনাঙ্গ

১৩ সেপ্টেম্বর : আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। এরই মধ্যে পাটনায় ঘটে গেল ভয়াবহ ঘটনা। ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স। বিহারের এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সমস্তিপুর জেলার মুসরিঘরারারি থানা এলাকায়। গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারে নির্যাতিতা নার্স তাঁর সেই দিনের কাজ শেষ করছিলেন। তখনই তাঁর উপর চড়াও হয় হাসপাতালের অন্যতম প্রশাসক ডা. সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী। তিনজনই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, ওই অবস্থায় তারা তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে।

চিকিৎসক ও তার সঙ্গীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে ওই নার্স অভিযুক্ত চিকিৎসকের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন। এরপর সেখান থেকে পালিয়ে হাসপাতালের বাইরে একটি মাঠে লুকিয়ে থাকেন। সেখান থেকেই তিনি পুলিশকে ফোন করেন। পুলিশের ডেপুটি সুপার সঞ্জয় কুমার পান্ডে জানিয়েছেন, নার্সের ফোন পেয়েই তাঁরা পুলিশের একটি দলকে ওই হাসপাতালে পাঠান। পুলিশ হাসপাতালে এসে আক্রান্ত নার্সের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ডাক্তার সহ তিনজনকে গ্রেপ্তার করে। ডা. সঞ্জয় কুমার ছাড়া অপর দুই অভিযুক্ত হলেন সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমার।

পুলিশ জানিয়েছে, নার্সকে যৌন হেনস্থা করার আগে অভিযুক্তরা হাসপাতালের দরজাগুলিতে ভিতর থেকে তালা দিয়ে দিয়েছিল। হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলিও বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মদের বোতল, নার্সের ব্যবহার করা ব্লেড, রক্তমাখা কাপড় ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
খবর : আজকাল ডট ইন।

এবার চিকিৎসকের হাতে যৌন নিগ্রহের শিকার নার্স, কেটে দিলেন গোপনাঙ্গ
এবার চিকিৎসকের হাতে যৌন নিগ্রহের শিকার নার্স, কেটে দিলেন গোপনাঙ্গ

Author

Spread the News