রামকৃষ্ণনগরের বড়গোলে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ জুন : রামকৃষ্ণনগরের বড়গোল গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত এক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের আবিষ্কারে তীব্র উত্তেজনা চাঞ্চল্য হয়েছে। সার্কল অফিসার উপস্থিতিতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি হাসপাতালে পাঠায়।
ঘটনাটি বুধবার সকালে ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বড়গোল গ্রামের রাস্তার পাশে পুকুরে মৃতদেহটি ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়তে লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া পুলিশে। পুলিশ পৌঁছে ম্যাজেস্ট্রেটকে জানায়। ম্যাজেস্ট্রেট তথা সার্কল অফিসারের উপস্থিতিতে মৃতদেহটি জল থেকে উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনের রহস্য উন্মোচন করবে।
