বিমানে করে গাঁজা পাচার, গ্রেফতার যুবক

২৩ আগস্ট : গাঁজা নিয়ে বিমানে ওঠার আগেই গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম বিশ্বজিৎ রায়। বাড়ি কোচবিহারের সিতাইয়ে। এদিন তিনি বেঙ্গালুরুর বিমানে উঠতে গেলে লাগেজ স্ক্যান করার সময় কর্মীরা ব্যাগের ভেতর গাঁজা দেখতে পান। ওজন করে দেখা যায় ২ টি প্যাকেটে গাঁজার পরিমাণ ৪ কেজি। এমন ঘটনা দেখে অবাক হয়ে যান নিরাপত্তাকর্মীরা। খবর দেওয়া হয় সিআইএসএফ এবং বিমানবন্দর ফাঁড়ির পুলিশকে।

পুলিশ পৌঁছে বিশ্বজিৎকে গ্রেফতার করে বাগডোগরা থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এই গাঁজা বেঙ্গালুরুতে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

বিমানে করে গাঁজা পাচার, গ্রেফতার যুবক
বিমানে করে গাঁজা পাচার, গ্রেফতার যুবক

Author

Spread the News