স্মার্ট মিটার : পানপট্টি APDCL কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস, গ্রেফতার একাধিক

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচর পানপট্টি এপিডিসিএলের (APDCL) কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল শিলচর জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপট্টি এপিডিসিএলের কার্যালয় ঘেরাও করলে উত্তাল হয়ে উঠে চত্বর। কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালে পুলিশ জেলা সভাপতি অভিজিৎ পাল সহ আন্দোলনকারীদের গ্রেফতার করে।

প্রতিবাদ চলাকালীন কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, স্মার্ট মিটার বাতিল করতে হবে ইত্যাদি স্লোগান দিয়ে এপিডিসিএল কার্যালয় চত্বর কাঁপিয়ে তুলেন। পুলিশ আন্দোলনকারীদের টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এতে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্মার্ট মিটার : পানপট্টি APDCL কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস, গ্রেফতার একাধিক

এদিনের ঘেরাও কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বন্দিতা ত্রিবেদী, সঞ্জীব রায়, ফরিদা পারবিন, সূর্যকান্ত সরকার, জন্মজয় চৌধুরী, হিবজুর রহমান বড়ভূইয়া সহ জেলার বিভিন্ন ব্লক ও মণ্ডল কংগ্রেসের কর্মীরা।

জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, পুলিশ লেলিয়ে আন্দোলন রোখা যাবে না। স্মার্ট মিটার বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, বিজেপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং বিদ্যুৎ মন্ত্রীকেও একহাত নেন তিনি।

স্মার্ট মিটার : পানপট্টি APDCL কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস, গ্রেফতার একাধিক
স্মার্ট মিটার : পানপট্টি APDCL কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কংগ্রেস, গ্রেফতার একাধিক

Author

Spread the News