সৌদিতে রাস্তা ভুলে মরুভূমিতে করুণ মৃত্যু ভারতীয় যুবক সহ দুই জনের
২৮ আগস্ট : মরুভূমিতে এগিয়ে যাওয়ার একমাত্র ভরসা ছিল গাড়ির জিপিএস ট্র্যাকার। কিন্তু সিগন্যাল খারাপ হয়ে মরুভূমির মধ্যেই মৃত্যু হল এক ভারতীয় যুবকের। সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মী। তাঁদের দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। জলশূন্যতা ও ক্লান্তির কারণে তাঁরা মারা গেছেন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মৃতের নাম মহম্মহ শেহজাদ খান। তেলেঙ্গানার ওই যুবক কর্মসূত্রে সউদি আরবে থাকতেন। ৩ বছর ধরে তিনি সৌদির একটি টেলিকমিউনিকেশন সংস্থায় কাজ করছিলেন। দিনকয়েক আগে সৌদি আরবের রাব আল খালি মরুভূমি পেরিয়ে অন্যত্র যাওয়ার জন্য রওনা দেন শেহজাদ। তাঁর সঙ্গে ছিলেন সুদানের আরেক যুবক। মরুভূমিতে যাত্রা শুরু করার দিনকয়েক পরেই নিখোঁজ হয়ে যান শেহজাদ।
গত বৃহস্পতিবার মরুভূমির মধ্যে পথের ধারে শেহজাদ ও তাঁর সঙ্গীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা গেছে, তীব্র গরমে জলশূন্যতা ও ক্লান্তিতে মৃত্যু হয়েছে তাদের। উল্লেখ্য, সৌদি আরবের এই মরুভূমি অত্যন্ত বিপজ্জনক। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমিতে ৫০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা থাকে। ফলে এই মরুভূমিতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে।