পরবর্তী শুনানি অবধি মেডিক্যালে রাখার নির্দেশ তিন মার যুবকের দেহ

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : তিনজন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার মেয়াদ বাড়লো। শুক্রবার উচ্চ আদালতে তৃতীয় শুনানিতে সেই একই নির্দেশ উচ্চ আদালতের, পরবর্তী শুনানি পর্যন্ত তিন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী শুনানি গ্রহণ করা হবে আগামী ৭ আগস্ট বুধবার। এডভোকেট জেনারেল ডি শইকিয়ার সাহায্যে উচ্চ আদালতে সরকার পক্ষের পক্ষ থেকে অ্যাফিডেভিট দাখিল করেন সরকারি আইনজীবী ডি নাথ। শুক্রবার শুনানি গ্রহণের সময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী মিস ডি ঘোষ।

পরবর্তী শুনানি অবধি মেডিক্যালে রাখার নির্দেশ তিন মার যুবকের দেহ

উল্লেখ্য, গত ১৬ জুলাই কচুদরম থানা এলাকা থেকে তিনজন মার যুবক যথাক্রমে লালবিকুং মার, লালনউই মার, জসুয়া মারকে পুলিশ একটি অটো রিকশা থেকে পাকড়াও করেছিল। তাদের ব‍্যাগে পাওয়া যায় পিস্তল ও বন্দুক। পরদিন ১৭ জুলাই ভোর রাতে বন্দুকের গুলিতে তাদের মৃত্যু ঘটে। এদের মৃত্যুর পর কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মহাতো ঘোষণা করেন এদের নিয়ে ভুবন পাহাড়ে তদন্তে নিয়ে যাওয়া হলে একদল উগ্রপন্থী অতর্কিতে গুলি চালায়। সেই গুলি চালনার ঘটনায় এদের মৃত্যু ঘটে। এরাও ছিল মার উগ্রপন্থী সংগঠনের সদস্য। এই ঘটনা মেনে নিতে পারেনি মার সম্প্রদায়ের মানুষ। তাঁরা মৃতদেহ সমঝে না নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন দাখিলের পর ২৪ ও ২৬ জুলাই পরপর দুবার শুনানি গ্রহণ করা হয় গুয়াহাটি উচ্চ আদালতে। তৃতীয় শুনানি গ্রহণ করা হয় শুক্রবার। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার।

Author

Spread the News