হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রের দাবিতে অভিভাবক মন্ত্রীর দারস্থ বিধায়ক সুজাম
ছাত্র সংগঠন এনএসইউআইর স্বারকপত্র প্রদান____
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দিতে ৩য় ও ৪র্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির আমরণ অনশনের পর এবার সরব হলো ছাত্র সংগঠন এনএসইউআই। শুক্রবার এনএসইউআই’র রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা কেন্দ্র মঞ্জুরের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন। গুয়াহাটি সচিবালয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার সঙ্গে দেখা করার সময় পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেন বিধায়ক সুজাম উদ্দিন। অভিভাবক মন্ত্রীও বিষয়টি নিয়ে মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
এদিকে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বাইরে থাকায় বিধায়ক সুজাম উদ্দিন লস্করের হাতে মূখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন ছাত্র সংগঠনের কর্মীরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর সঙ্গেও দেখা করেন এনএসইউআই কর্মীরা। দিসপুর সচিবালয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান করে এডিআরই সেন্টার হাইলাকান্দিতে মঞ্জুর করার জোরালো দাবি তুলেন। মন্ত্রীদ্বয়ের সঙ্গে সাক্ষাৎকালে এনএসইউআই’র প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইনজীবী সাহাদাত হোসেন, আব্দুল ওহাব, সাহিল চৌধুরী প্রমুখ।