জ্যোতির্গময় পূর্ব দিগন্ত উৎসব ২৭ জুলাই থেকে শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে তিনদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসব শুরু হবে আগামী ২৭ জুলাই। নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের লেখকদের বিখ্যাত সংঘটন রাইটার্স ওয়ার্ল্ডের বিশেষ উদ্যোগে আয়োজিত উৎসবে দেশ-বিদেশের লেখক-লেখিকাদের তথ্যভিত্তিক লেখা আটটি বই উন্মোচন করা হবে।

জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সম্মানিত অতিথি হিসেবে শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক-কবি-সাহিত্যিক তপোধীর ভট্টাচার্য, বিশ্বতোষ চৌধুরী, সুমিতা ঘোষ, মিথিলেশ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত থাকবেন।

এ ছাড়া রাইটার্স ওয়ার্ল্ড সংগঠনের সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য, সুমিতাভ ঘোষাল, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনীক রুদ্র, সার্থক রায় চৌধুরী, কানাইলাল জানা, রাজীব ঘাঁটি, নুরুল ইসলাম, মনোরঞ্জন মণ্ডল, মিঠা মিত্র, দেবাশিস মল্লিক, বিপ্লব চক্রবর্তী, নীলিম গঙ্গোপাধ্যায় সহ দেশ-বিদেশ থেকে আগত আরও অনেক গুণীজনদের উপস্থিতিতে পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘটবে। এই তিনদিন ব্যাপী জ্যোতির্গময় পূর্ব সাহিত্য উৎসবটি আগামী ২৭ ও ২৮ জুলাই শিলচরের এক আভিজাত্য হোটেলে এবং ২৯ জূলাই এআইটি-তে চলবে সকাল ১১টা থেকে শুরু করে রাত ৯ টা অবধি।এতে থাকবে বই উন্মোচন সহ স্বচরিতা কবিতা পাঠ, অনুগল্প পাঠ, স্বরচিত নাটক, সাহিত্য কেন্দ্রিক আলোচনা, শিলচর যোগ অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের দ্বারা যোগ প্রদর্শনী, একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন কলকাতার শর্মিষ্ঠা দাস চাকি ও শিলচরের বিশ্বরূপা পুরকায়স্থ এবং শিলচরের বিখ্যাত লোকগানের দল “ফকিরা” ও আধুনিক গানের দল “ম্যাডলি বাঙালি” সঙ্গীতশিল্পীরা মন মাতানো সঙ্গীত পরিবেশন করবেন।

জ্যোতির্গময় পূর্ব দিগন্ত উৎসব ২৭ জুলাই থেকে শিলচরে

তিনদিন ব্যাপী অনুষ্ঠানের বিষয়ে আয়োজক এই অঞ্চলের বিশিষ্ট কবি-লেখক-সম্পাদক ও প্রকাশক মিতা দাস পুরকায়স্থ এবং কলকাতার লেখকদের বিখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য উভয়েই উপত্যকার প্রত্যেক সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও লেখক-পাঠকদের উপস্থিতি একান্তভাবে কামনা করেন।

Author

Spread the News