ছাত্র মারপিট কাণ্ড : বাকি দুই শিক্ষককে গ্রেফতারের দাবি এবিভিপির

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি কলেজে ছাত্র শুভ্রাংশু সিনহাকে মারপিটের ঘটনায় বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বুধবার করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবকে এক স্মারকপত্র প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাথারকান্দি শাখা। প্রদত্ত স্মারকপত্রে বিদ্যার্থী পরিষদের সদস্যরা এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করে এবং সঠিক তদন্তক্রমে অভিযুক্ত বাকি দুই শিক্ষককে গ্রেফতারের জোরালো দাবি জানান।এতে তারা উল্লেখ করেন, গত ১৯ জুলাই পাথারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের তিন শিক্ষক উচ্চ মাধ্যামিক প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশু সিনহাকে বেধড়ক মারপিটের ঘটনায় আজ ছয়দিন অতিক্রান্ত হবার পরও অভিযুক্ত তিন শিক্ষকের মধ্যে দুইজনকে এখন পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।

তাই অবিলম্বে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি পরিষদ অভিযুক্ত বাকি শিক্ষককে গ্রেফতার করতে ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়। নির্ধারিত এই সময়ের মধ্যে পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থ হলে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বলে স্মারকপত্রে চরম হুঁশিয়ারি প্রদান করে।

ছাত্র মারপিট কাণ্ড : বাকি দুই শিক্ষককে গ্রেফতারের দাবি এবিভিপির

Author

Spread the News