কুকুবারিতে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরন শিবির

বরাক তরঙ্গ, ২১ জুলাই : কুকুবারি এমি স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরন ও চক্ষু পরীক্ষা শিবিরের যৌথভাবে আয়োজন করেছে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে। রবিবার চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডাঃ মেনেকা খারিবম, ঋষি কুমারী মোট ১০১ জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং ২৫জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে, নির্ধারিত ২৫ ও ২৬ জুলাই, বিনামূল্যে অপারেশন করা হবে। সঙ্গে ঐদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে।

কুকুবারিতে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরন শিবির

এছাড়াও আজ অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ইয়াসি মেরুয়া গ্রান্ট আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সফল করতে সক্রিয় ভুমিকা পালন করেছে। ইয়াসি-এর পক্ষে ক্যাম্প ইনচার্জ সাধু গৌর, ইয়াসি কেন্দ্রীয় কমিটির উপ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, অমিত গোয়ালা, রমন ঘাটোয়ার, সুবোধ গোয়ালা, সুজন তাতি, সন্তোষ সিনহা, রতন দাস, আব্দুল মতিন খান, অঞ্জলি সিনহা, কার্তিক তাঁতী, মোহন বাকতি, রজত জানা, বিধান তাঁতী, মতিলাল ঘাটোয়ার, নন্দলাল গোয়ালা, কমল বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News