জঙ্গিদের গুলিতে শহিদ সেনা অফিসারসহ চার জওয়ান

১৬ জুলাই : গত কয়েকদিনে একাধিকবার সেনাদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কাঠুয়া, কুলগাম-একাধিক জায়গায় পরপর হামলা চলেছে সেনাকে লক্ষ্য করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সোমবার রাতেও। ফের রক্ত ঝরল ভূস্বর্গে। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক সেনা অফিসারসহ চার জওয়ান। সূত্রের খবর গুলিতে জখম আরও এক সেনা। পরিসংখ্যান অনুযায়ী, গত ৩ বছরে ভূস্বর্গে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৭ সেনা।

সোমবার রাতে এই ঘটনা ঘটে কাশ্মীরের ডোডো টাইন থেক্লে প্রায় ৫০ কিলোমিটার দূরের এক জঙ্গলে। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন সেনা জওয়ানরা। সেখানেই ঘটে এই গুলির লড়াই। সিআরপিএস, সেনা ও পুলিশের যৌথ বাহিনীর তল্লাশির মাঝেই আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনারাও পালটা গুলি চালায়। তবে ঘন জঙ্গলের মধ্যে দ্বিতীয় দফার গুলির লড়াইয়ে গুরুতর জখম হন ৫ জওয়ান। তাঁদের উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে এক সেনা অফিসারসহ ৪ জওয়ানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক জওয়ান।

Author

Spread the News