পঞ্চায়েত পুনরবিন্যাসে মণিপুরিগ্রামগুলিকে একত্রিত রাখার দাবি
বরাক তরঙ্গ, ৩০ জুন : পঞ্চায়েত এলাকা পুনরবিন্যাসে মণিপুরি জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলোকে বিচ্ছিন্ন না করে যথাসম্ভব এক একটি জিপির অধীনে রাখার দাবি জানালো ন্যাশনাল মণিপুরি প্রগ্রেসিভ ফ্রন্ট।
সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত ফ্রন্টের এক সভায় এই দাবি জানিয়ে বলা হয়, মণিপুরী জনগোষ্ঠীর মধ্যে থেকে যাতে বেশি সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হতে পারেন এর জন্যই এমন পদক্ষেপ নেওয়া জরুরি। সভায় বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের কার্যকরী সভাপতি ডাঃ শান্তিকুমার সিংহ সহ অন্যান্যরা বলেন, বিধান সভা এলাকা পুনর্ববিন্যাসে মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোকে এক বিধান সভা এলাকা থেকে দুই- তিনটি বিধান সভায় বিভাজিত করে মনিপুরীদের রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছে ।এই প্রতিনিধিত্বহীন সমাজের জন্য একটুও না ভেবে সংখ্যালঘু করে রাখা হয়েছে। যা কোন ভাবে কাম্য ছিল না। আইএস থিংগোম এর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায়,উপস্থিত ছিলেন ফ্রন্টের উপদেষ্টা আর কে সনাতম্বা, সম্পাদক মণিকুমার থোকচোম, হেরোজিত, অজিত সিংহ ও এন রঞ্জিত সিংহ প্রমুখ।
এদিকে ন্যাশনাল মণিপুরি প্রগ্রেসিভ ফ্রন্টের এই দাবিকে সমর্থন জানিয়েছে জাকালকা। এক বিবৃতিতে জাকালকার সভাপতি নির্মল কুমার দাস বলেন, ফ্রন্টের এই দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত। এ নিয়ে জাকালকা ফ্রন্টের পাশে রয়েছে।