ফার্নিচার বাজেয়াপ্ত বৈঠাখালের গোপালপুরে বন বিভাগের
বরাক তরঙ্গ, ৩ মে : পাথারকান্দির বৈঠাখালের গোপালপুরে বন বিভাগের এক অভিযানে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ ফার্নিচার সেট সহ চেরা কাঠ। জানা গেছে, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে দোহালিয়া বন বিভাগের একটি দল বৈঠাখাল ফরেস্ট বিট অফিস এলাকার গোপালপুর গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ফার্নিচার সেট সহ কিছু পরিমান বনজ কাঠ ও চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত করে।পরে কিছু কাঠ সহ কয়টি ফার্নিচার নিয়ে যাওয়া হয় বিভাগীয় কার্যালয়ে।বাকিগুলো বাজেয়াপ্ত করে এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে বলে খবর।
দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা নেতৃত্বে এদিনের অভিযানে সঙ্গে ছিলেন ডেপুটি রেঞ্জার ও এক দল বনকর্মী সহ সলগই ও বৈঠাখাল বিট অফিসের কর্মী ও প্রটেকশন টিমের কর্মীরা। এ কাণ্ডে রেঞ্জকর্তা প্রণব কলিতা সাংবাদিক দের জানান যে উক্ত বাড়ির জনৈক বর্ধন পদবীর মালিক গত দীর্ঘদিন ধরে বন বিভাগের অনুমতি ব্যতিরেকে ফার্নিচার তৈরী করে পাথারকান্দিতে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিনের অভিযানের সময়ে বাড়ির মালিক বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। তবে এ কাণ্ডে তার নামে বন আইনে মামলা ঠুকে জরিমানা আদায় করা হবে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এমন গর্হিত কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।