ক্রিকেট ম্যাচে ব্যস্ত ট্রেন চালকরা, দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী

৩ মার্চ : ২০২৩ সালের ২৯ অক্টোবর অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ১৪ জন যাত্রী। অবশেষে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দুটি ট্রেনের একটিতে চালক ও তাঁর সহকারী ক্রিকেট ম্যাচে মত্ত ছিলেন।

অন্ধ্র প্রদেশের কান্তাকাপল্লীতে দুর্ঘটনা ঘটেছিল। রায়গড় প্যাসেঞ্জার ট্রেন এসে পেছন থেকে ধাক্কা মেরেছিল বিশাখাপত্তনম-পালাসা ট্রেনকে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ৫০ জন।

রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার আসল কারণ ছিল ট্রেনের চালক ও সহকারী চালক-দুইজনই মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন। ট্রেন কোন লাইনে ঢুকে যাচ্ছে, সে দিকে তাদের হুঁশই ছিল না।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আমরা এবার ট্রেনে এক বিশেষ ধরনের সিস্টেম বসাচ্ছি যা এই ধরনের অমনোযোগী কাজকর্মকে ধরে ফেলবে। লোকো পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট যেন মনোযোগ দিয়ে ট্রেন চালান, তাও নিশ্চিত করবে এই সিস্টেম।”

Author

Spread the News