মায়ের জীবনবিমার টাকা পেতে খুন অনলাইন গেমে আসক্তি ছেলের

২৫ ফেব্রুয়ারি : অনলাইন গেমে আসক্তি। ছেলের হাতে খুন হতে হল মাকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফতেপুরে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ছেলে অনলাইন গেমে ছোটোবেলা থেকে আসক্ত। প্রথমে ঘর থেকে টাকা নিয়ে এবং পরে অন্যদের থেকে ধার করে অনলাইন গেম খেলত। তবে কখন সেই টাকার অঙ্ক ৪ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে তা নিজেই বুঝতে পারেনি সে। এরপরই মায়ের জীবনবিমার ৫০ লক্ষ টাকা হাতানোর ছক কষে সে। বাবার অনুপস্থিতিতে মাকে খুন করে যমনার জলে ফেলে দিয়ে আসে অভিযুক্ত ছেলে হিমাংশু। মা প্রভাকে খুন করতে একবারও তাঁর হাত কাঁপেনি। পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে হিমাংশু।

হিমাংশুর বাবা রোশন সিং ঘরে ঢুকে নিজের স্ত্রীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসা করেন। এরপরই প্রতিবেশীরা জানায় কিছুক্ষণ আগে তাঁরা হিমাংশুকে ট্রাক্টর নিয়ে নদীর দিকে যেতে দেখেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন রোশন সিং। পুলিশ যমুনা থেকে প্রভার দেহ উদ্ধার করা হয়। পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে হিমাংশু। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

Author

Spread the News