সৈদপুরে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প শিবিরের সূচনা

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২২ফেব্রুয়ারি : কাছাড় জেলায় শুরু হল ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। বৃহস্পতিবার সোনাইর সৈদপুরে জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করেন। রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই শিবির শুরু হয় নিউ লাইফ ফাউন্ডেশনের নেশামুক্তি কেন্দ্রে।

সৈদপুরে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প শিবিরের সূচনা

এ উপলক্ষে আয়োজিত সভায় এইডস রোগের উপর সচেতনতা বৃদ্ধিতে জোর দেন ডিস্ট্রিক্ট কমিশনার রোহনকুমার ঝা। পরীক্ষা করে রোগ নির্ণয় করে মেডিসিন গ্রহণ করতে আহ্বান জানান তিনি। সভায় স্টেট এইডস সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ড. ইন্দ্রীরা নোসি দাস জানান, জেলায় এই স্বাস্থ্য শিবিরে এইডস সহ বিভিন্ন রোগের পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সুযোগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি।

সৈদপুরে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প শিবিরের সূচনা

সভায় এছাড়া উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা আহমেদ, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রলার অফিসার রত্না চক্রবর্তী, নেশা মুক্তি কেন্দ্রের প্রতিষ্ঠাতা কমরুল ইসলাম সহ বিশিষ্টরা।

Author

Spread the News