তারাপুরে নাবার্ড-র উদ্যোগে আনিসা ফাউন্ডেশনের “প্রকাশ পরিদর্শন”

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : নাবার্ড-র উদ্যোগে আনিসা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক দিবসীয় “প্রকাশ পরিদর্শন”-এর ব্যবস্থা করা হয়। রবিবার “প্রকাশ পরিদর্শন”-এর গড়ের ভিতর জিপির দেবিকা সিএলএফ-র আওতাধীন ১০ টি এসএসজি গ্ৰুপের থেকে ৩০ জন সদস্যাকে বিহাড়া বাজার থেকে শিলচর তারাপুর আসামি বস্তিতে “প্রকাশ পরিদর্শন করা হয়। উক্ত পরিদর্শনে সরস্বতী এসএসজি গ্রুপের কষ্ট শিল্প গহনার কারখানায় উপস্থিত হন এবং সরস্বতী এসএসজি কারখানার কর্মীদের সাথে মত বিনিময় করানো হয়। তাঁরা কিভাবে উক্ত কাজকে আগ বাড়িয়েছেন ও কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তা সামনে দেখে আনন্দিত ও উৎসাহিত হন এবং তাদের ব্যবসার অগ্রগতির পদ্ধতির বিষয়টি জানেন।

পরিদর্শনে অংশগ্রহণ করেন নাবার্ড-র ডিডিএম কাছাড় রবিশঙ্কর লিকমবাম ও আনিসা ফাউন্ডেশনের সম্পাদক একবার হুসেন লস্কর, প্রজেক্ট কো-অর্ডিনেটর পিন্টু শীল এবং দেবিকা সিএলএফের ফ্যান্সি ধর ও সরস্বতী এসএসজি গ্ৰুপের সভাপতি সোনালী লস্কর সহ অন্যান্যরা।

Author

Spread the News