সোনাইয়ে ইয়াসির ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : সোনাইয়ে ইয়াসির আয়োজিত ভলিবলের খেতাব জয়ী হল হাইলাকান্দি জেলার আয়নাখাল দল। এমনকি রানার্সও হয়েছে হাইলাকান্দির আরেকটি দল। রবিবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোনাইয়ে ইয়াসির ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল

ইয়াসির সোনাই বিধানসভা ভিত্তিক কমিটির ব্যবস্থাপনায় ও সোনাই ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত জননেতা ময়ীনুল হক চৌধুরী ও শুভঙ্কর সিংহ স্মৃতি বরাক উপত্যকাভিত্তিক ওপেন প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে। দু’দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা মূলত হাইলাকান্দি খেলোয়াড়দের মধ্যে হয়েছে। এতে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে আয়নাখাল দল। তাঁরা হাইলাকান্দি দলকে হারায়। টুর্নামেন্টে ১৮ টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে দু’টি দলের হাতে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, ইয়াসির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়, সোনাই কেন্দ্রের সভাপতি বাবুল আহমেদ বড়ভূইয়া সহ সোনাই অঞ্চলের বিশিষ্ট ক্রীড়া প্রেমিকরা

সোনাইয়ে ইয়াসির ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল

উল্লেখ্য, শনিবার উদ্বোধনী দিনে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। ইয়াসি সোনাই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমিনুল হক লস্কর সহ রাজনীতি, সমাজসেবা, ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও বৃহত্তর সোনাই এলাকার ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্মান জানান আমন্ত্রিত অতিথিরা।

সোনাইয়ে ইয়াসির ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল

সম্মানিত ক্রীড়াবীদদের তালিকায় ছিলেন অবসরপ্রাপ্ত ডিএসও বদর উদ্দিন মজুমদার, ইদই মিয়া চৌধুরী,   কমাল উদ্দিন আহমেদ, হীরা লস্কর,  মনোজকুমার দাস, শঙ্কর দাস, আকতার হোসেন লস্কর, মিনহাজ উদ্দিন, মুসলেহ উদ্দিন মজুমদার, আব্দুল নুর, সবুর মজুমদার, সাবির বড়লস্কর, কেএম বাপন, নাথুম সিংহ, আবিদুর রহমান, হোসেন আহমেদ, বক্তার হোসেন বড়লস্কর সহ অনেকে।

সোনাইয়ে ইয়াসির ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল

এ দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট শিক্ষানুরাগী সৌম্যকান্তি পুরকায়স্থ সহ সিনিওর আইনজীবী আব্দুল হাই লস্কর, ব্যবসায়ী নুরুল খান, ইয়াসির কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদি, অঙ্কিতা    ভট্টাচার্য, জালাল উদ্দিন মজুমদার, সাহাজান লস্কর, জুবাইর আহমেদ লস্কর, আব্দুল লস্কর প্রমুখ।

Author

Spread the News