“বেটি বাঁচাও বেটি পড়াও” সচেতনতা ছড়াতে ওয়াল পেইন্টিং কর্মসূচি শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার শিলচরে ওয়াল পেইন্টিং কর্মসূচি আয়োজিত করা হয়। জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১৫০ এর বেশী ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে শহরের অফিসপাড়া এলাকা, তরুণরাম ফুকন বিদ্যালয় ও সেটেলমেন্ট অফিস এলাকায় থাকা দেওয়াল গুলোতে শীর্ষক বিষয়ের উপর বিভিন্ন চিত্র তুলে ধরে জনগণকে সচেতন করার প্রয়াস করেছেন তাঁরা।

সমাজে মেয়েদের সুরক্ষা ও তাঁর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে প্রশাসন এধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। প্রশাসনের এই মহৎ প্রয়াস জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন এলাকা গুলোকে চিত্র কলার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে।

“বেটি বাঁচাও বেটি পড়াও” স্লোগানের মাধ্যমে সমাজকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এসেছে আসাম বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ শিলচরের বিভিন্ন সংস্থা।

Author

Spread the News