বুড়িবাইলে উচ্ছেদকৃত জমি দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : উচ্ছেদকৃত জমি নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত হয়েছেন ১২ জন পুরুষ-মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার বড়খলার বুড়িবাইলে। জানা গেছে, এদিন উচ্ছেদকৃত পরিবারের সদস্যরা বুড়িবাইলের মৃত দুই ব্যক্তির জমিতে তাবু লাগিয়ে দখল নেয়। এখবর পেয়ে বিরোধী পক্ষের মানুষ লাটিসোটা নিয়ে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা যায়, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন বুড়িবাইলে প্রায় পনেরোটি পরিবারকে উচ্ছেদ করে জমির মালিক অর্থাৎ প্রয়াত আব্দুল জব্বার বড়ভূইয়া ও প্রয়াত আব্দুল রেজ্জাক বড়ভূইয়ার পরিবারকে জমি ফিরিয়ে দেয়। এরপর ওই জমিতে প্রকৃত মালিকরা তাদের জমি চিহ্নিত করে বেড়া লাগিয়ে দেয়। কিন্তু রবিবার তাদের জমিতে ওই উচ্ছেদিত পরিবারের সদস্যরা দখল নেয়। এতেই পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয়। দু’পক্ষের সংঘর্ষে আহতের মধ্যে দু’জনকে শিলচর মেডিক্যালে স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জন আইসিইউতে রয়েছেন বলে জানা যায়।