ফেসবুকে পোস্ট করে রেলের সামনে ঝাঁপ সাংবাদিকের

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : সামাজিক মাধ্যম ফেসবুকে লিখিত একটি কাগজ পোস্ট করে রেলের সামনে ঝাঁপ দিলেন এক সাংবাদিক। এ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার বিলোনিয়ায়। মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনিয়া থানা অধীন মনুরমুখ রেল লাইনে সাব্রুম থেকে আগরতলাগামী রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বাঁশপাড়া কলোনি এলাকার বাসিন্দা সাংবাদিক পৃথ্বীশ দত্ত। রেলের সামনে ঝাঁপ দিলে পৃথ্বীশ গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

জানা যায়, ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পৃথ্বীশ দত্তকে উদ্ধার করে নিয়ে যান বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে ছুটে আসেন বাড়ির লোকজন৷ সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতাল স্থানান্তরিত করেন। কিন্তু, জিবি হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়৷

পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্য৷ এক বছর থেকে তিনি সাংবাদিকতার কাজ থেকে বিরত রয়েছেন৷ পারিবারিক ও বিভিন্ন কারণে একেবারে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন পৃথ্বীশ৷ মঙ্গলবার সকালে আত্মহত্যার এক ঘণ্টা আগে ফেসবুকে লিখিত একটি কাগজ পোস্ট করে তাঁর মৃত্যুর জন্য মাকে দায়ী বলে জানিয়েছেন৷ যা নিয়ে বিলোনিয়ায চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পৃথ্বীশের জীবনের এই চরম সিদ্ধান্তে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷

Author

Spread the News