অসম কৃষক পরিষদের সভা গঙ্গানগরে, গঠিত ধলাই কমিটি

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হল। এজিপির অসম কৃষক পরিষদের সভা শনিবার গঙ্গানগর প্রথম খণ্ডে অনুষ্ঠিত হয়। সভায় অসম কৃষক পরিষদের এই কমিটি গঠন করা হয়। মোট ৫২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হন রেখমান আলি লস্কর ও সম্পাদক মনোনীত হন চিত্তরঞ্জন দাস।

দলের ধলাই বিধান পরিষদের সহসভাপতি অজিৎ কুমার নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে কৃষকদের বিভিন্ন সমস্যা সহ সরকারি সহায়তা লাভের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কৃষক পরিষদ কাছাড় জেলা সভাপতি এনামুল্লা লস্কর, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল হক মজুমদার, কাছাড় কৃষক পরিষদের সহসভাপতি বিমলেন্দু সিনহা, স্থানীয় নাগরিক আব্দুল মতিন লস্কর প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব পরিষদের দিদারুল হক, জীতেন্দ্রচন্দ্র দাশ সহ অনেকে।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News