ভূয়া আলফা সেজে টাকা দাবি, জনরোষের মুখে দুই যুবক

বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : ঢেকিয়াজুলি জেলার পানবাড়িতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বুধবার রাতে আলফার নামে টাকা সংগ্রহ করতে এসে জনতার রোষে পড়ল দুই যুবক।   প্রায় দুই সপ্তাহ আগে যখন ডালং মোমফা নামে এক ব্যক্তির কাছে ইউনাইটেড লিবারেশন ফোর্সেস অফ অসম (আই)) নামে ৭ লাখ টাকা দাবি করা হয়েছিল। অন্যথায় তার স্ত্রী ও সন্তানদের অপহরণ করার হুমকিও দেন তিনি।

তবে, তারা বলেছে যে তারা ৭ লাখ টাকা দিতে পারেনি এবং শুধুমাত্র দেড় লাখ টাকা দিতে বলে। বুধবার রাতে ওই দুই যুবক টাকা নিতে আসে। দুই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধৃত দুই যুবক হল বলরাম বসুমাতারি ও দাজিয়া নারজারি। ঢেকিয়াজুলির ঘাগড়া কাচারি গ্রামের বলরাম বসুমাতারী এবং কোকরাঝাড়ের দাজিয়া নারজারি।

দুই যুবক প্রথমে তাকে বিভিন্ন জায়গায় দাবিকৃত ৭ লাখ টাকা দিতে বললেও শেষে তাকে বাড়ির পাশের একটি কুল গাছের নিচে টাকা রেখে দিতে বলে। ঘরে কেউ নেই জানতে পেরে ভেতরে প্রবেশ করে তারা। এবং পিস্তল দেখায়।

দালং মোমফা নামে ব্যক্তি তার কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এরমধ্যেই পুলিশ সেখানে পৌঁছে।

স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ব্যবহৃত একটি পিস্তলও বাজেয়াপ্ত করে। উদ্ধার করে কার্তুজ। 

Author

Spread the News