শিশু দিবসে দুর্গম এলাকার শিশুদের পাশে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশু দিবসের আনন্দমুখর দিনে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। দূরদুরান্ত থেকে আসা অসহায় শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয় ক্যাশারের DEIC ম্যানেজারের কাছে, যাতে তারা চিকিৎসা সুবিধার আওতায় আসতে পারে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয় মোট ৬৭ জন শিশুর প্রতি, যারা বিক্রমপুর ও ধলাই BPHC এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RBSK Coordinator ইকবাল বাহার লস্কর, ডাঃ বি নাগ (ইন-চার্জ, আরবান হেলথ সেন্টার, শিলচর), সিভিল হাসপাতালের চিকিৎসক দল, যার মধ্যে শিশু রোগ বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরাও ছিলেন। প্রথম পর্বে ছয় মাসের জন্য প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি ও চকলেট, যা তাদের মুখে হাসির আলো ছড়িয়ে দেয়।

এদিনের এই বিশেষ উদ্যোগে যোগ দেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের প্রাক্তন সস্পাদিকা ডাঃ জুরি শর্মা, রোটারিয়ান সৌমোজিত বিশ্বাস সহ অন্যান্য রোটারিয়ানরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিশু দিবসের এই মানবিক কর্মসূচি হয়ে ওঠে স্মরণীয়, হৃদয়স্পর্শী এবং সমাজের প্রতি এক উজ্জ্বল বার্তা—শিশুরাই ভবিষ্যৎ, তাদের সুস্বাস্থ্যই আমাদের দায়িত্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *