অর্ধেক অপারেশন করে ওটি থেকে পালালেন চিকিৎসক, উত্তেজনা

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : রোগীর অর্ধেক অপারেশন করে ওটি থেকে পালালেন চিকিৎসক। এমন আজব কাণ্ডটি ঘটে বারপেটা রোডের বীণাপানি নার্সিং হোমে।

মহিলা রোগী হলেন বরপেটা রোড শহরের সাতভনী টপের রুসনারা আহমেদ। অন্যদিকে চিকিৎসকের নাম ডাঃ আবু লাইছ মোস্তাক আহমেদ।

60 বছর বয়সী মহিলাকে গোলব্লাডার অপারেশনের জন্য শনিবার বীণাপানি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। ল্যাপারোস্কোপিক অপারেশনের জন্য ইতিমধ্যেই ওই মহিলার শরীরে দুটি ছিদ্র করা হয়েছে।

অভিযোগ মতে, অপারেশন অর্ধেক হওয়ার পর রোগীকে বারপেটাতে রেফার করে ডাক্তার নার্সিং হোম থেকে পালিয়ে যায়। এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

বড়পেটা রোড এফআরইউ-এর স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একজন ডাক্তার অরূপ কলিতা নার্সিং হোমে উপস্থিত হলে তিনি ক্ষোভের পড়লে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে যান। খবর পেয়ে পৌছায় বড়পেটা পুলিশ।

বরপেটা শহরের বীণাপানি নার্সিং হোমে এব ঘটনা ঘটপ যাওয়ার অনেক কারণ রয়েছে।

এ দিকে, নার্সিংহোম আয়ুষ্মান কার্ডের মাধ্যমে অস্ত্রোপচারের প্রস্তাব দেয় কিন্তু ডাক্তাররা প্রতিটি অস্ত্রোপচারের জন্য দশ হাজার থেকে ১৫ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

Author

Spread the News