লাচিত সেনা সংগঠনকে নিষিদ্ধ করার দাবি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বীর লাচিত সেনা যে ভাবে বাঙালি জাতির বিরুদ্ধে অপমানজনক বক্তব্য দিয়ে চলেছে এর পরিপ্রেক্ষিতে এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাল উত্তরপূর্ব সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করা হয়। পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে ই-মেলে প্রদান করা স্মারকপত্রে বলেছেন বীর লাচিত সেনা আইন কানুনের তোয়াক্কা না করে বাঙালির বিরুদ্ধে অশালীনভাবে মন্তব্য করে চলেছে যা বাঙালিদের মনে আঘাত দিয়েছে।

ই-মেলে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

তিনি বলেন, দুর্গপূজার বাংলা ব্যানার ছেঁড়ার পরও এই সংগঠন ক্ষান্ত না হয়ে আইন বহির্ভূত ভাবে কিছু তথাকথিত টিভি পোর্টালের মাধ্যমে বাঙালি জাতি বিদ্বেষী বক্তব্য দিয়ে চলেছে।

হারাণবাবু এসব বিষয় খতিয়ে দেখে বীর লাচিত সেনার সঙ্গে সঙ্গে যে সকল টিভি পোর্টাল সরকারি নিয়ম নীতিগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এধরনের আচরণ করছে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

স্মারকপত্রের ই-মেলের কপি রাজ্যের মুখ্য সচিব পবনকুমার বরঠাকুরকেও দেওয়া হয়েছে।

Author

Spread the News