প্রচারে গিয়ে ছুরিকাহত সাংসদ কে প্রভাকর

৩০ অক্টোবর : ভোটের প্রচারে গিয়ে ছুরিকাহত হলেন সাংসদ কে প্রভাকর রেড্ডি। প্রসঙ্গত, সামনেই তেলঙ্গনায় বিধানসভা ভোট। আর তাই প্রচারে বেরিয়েছিলেন শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)–র সাংসদ। সোমবার দুপুরে সিদ্দিপেট জেলার দুব্বক বিধানসভা কেন্দ্রে প্রচারের সময় এক ব্যক্তি ছুরি নিয়ে তাঁকে আক্রমণ করে। বিআরএস সূত্রে জানা গেছে, ছুরির আঘাতে জখম প্রভাকরকে নিকটবর্তী গজওয়েল শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছুরিকাহত হওয়ার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।

প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গনার ১১৯টি বিধানসভা আসনে ভোট হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর। তেলঙ্গনায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)–এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। এটা ঘটনা, বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর)–এর ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে পরিচিত প্রভাকর। কিন্তু তার উপর কেন হামলা হল?‌ তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News