সোনাইর বিইইও পদে নন্দিনী মুখোপাধ্যায়, সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সোনাইর বিইইও পদে দায়িত্বভার গ্রহন করলেন নন্দিনী মুখোপাধ্যায়। বিভাগীয় চাপের মুখে পড়ে শেষমেশ শুক্রবার দায়িত্ব ভার সমঝে দেন ভারপ্রাপ্ত বিইইও লিপিকা সিনহা। জানা গেছে, হাতিখাল জিপির ভাউরিকান্দি জনতা এমই স্কুলের মিড ডে মিল, ইউনিফর্ম বিতর্ক নিয়ে স্কুল পরিচালন সমিতি ভারপ্রাপ্ত বিইইও-কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। বেলাগাম দুনীতির অভিযোগে শেষ পর্যন্ত পদ খোয়াতে হয়েছে লিপিকা সিনহাকে। শিক্ষা বিভাগের এক নির্দেশে গত ২২ আগস্ট নতুন বিইইও পদে নন্দিনী মুখোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়।

সূত্রে জানা যায় ৫ সেপ্টেম্বর নন্দিনী মুখোপাধ্যায় সোনাই বিইইও কার্যালয়ে হাজির হলে লিপিকা সিনহা চেয়ার ছাড়তে অসম্মতি জানান। ৭ সেপ্টেম্বর ফের সারাদিন সোনাই কার্যালয়ে বসে বিমুখ হয়ে চলে যান। পরে বিষয়টি উপর মহলের নজরে আনেন। চাপের মুখে পড়ে ৮ সেপ্টেম্বর শুক্রবার লিপিকা সিনহা দায়িত্বভার সমঝে দেন নন্দিনী মুখোপাধ্যায়কে। এদিন নবাগতা বিইইও কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কার্যালয়ের আরপি ইফতিকার আলম, শিক্ষক সংস্থার সভাপতি জাকির হোসেন লস্কর, এমই শিক্ষক সংস্থার সভাপতি সামসুল হক বড়ভূইয়া।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News