শিবসাগরে আত্মসমর্পণ এএসপি শুভলক্ষীর

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অবশেষে আত্মসমর্পণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার শুভলক্ষী দত্ত। শনিবার সকালে আত্মসমর্পণ করেন এই বিতর্কিত পুলিশ কর্মকর্তা। তিনি শিবসাগর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আত্মসমর্পণ করেন।

এএসপি দত্ত তার বাসভবনে পরিচারিকাকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। শুভলক্ষীর খোঁজে শহরের ছয় মাইল জয়নগরের পার্লে অ্যাপার্টমেন্টে হানা দেয় পুলিশ।

তবে শিবসাগর পুলিশের চোখে ধুলো দিয়ে গেট পেরিয়ে অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যান দত্ত। বেশ কয়েকদিন ধরেই পলাতক ছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ শুভলক্ষী দত্তকে পলাতক ঘোষণা করেছিল। তিনি আত্মসমর্পণ করার আগেরদিন একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদ সম্মেলন করে পলাতক পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন। শনিবার আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় শুভলক্ষী দত্তকে।

Author

Spread the News