বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : কার্বি আংলঙের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন যে কার্বি আংলংয়ে দীর্ঘদিন ধরে চলা শোষণ, নির্যাতন, বঞ্চনা ও ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল তা বিপথে পরিচালিত করতেই উগ্র প্রাদেশিকতাবাদী শক্তিকে রাজ্য সরকার উস্কে দেয়। এর পরিণতিতে এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে।
কার্বি পাহাড়ের জনগণের জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল লুটপাটের পাশাপাশি কার্বি পাহাড়ের উপরে এবং নীচে থাকা সম্পদ লুণ্ঠনের জন্য পুঁজিপতিদের দেওয়া সুযোগের বিরুদ্ধে কার্বি পাহাড়ের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের যে প্রয়োজন ছিল তা এই ঘটনার ফলে মারাত্মক বাধাপ্রাপ্ত হল। অসমের সকল স্তরের জনগণ সরকারের এধরনের বিভাজনের রাজনীতি প্রতিহত করতে এগিয়ে আসবেন বলে আমাদের বিশ্বাস।


