বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : গুয়াহাটির পশ্চিম বরাগাঁওয়ে নবনির্মিত শহিদ স্মারক ক্ষেত্র-এর উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই স্মারকটি ঐতিহাসিক অসম আন্দোলনের শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বুধবার উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী শহিদ প্রণাম জ্যোতি প্রজ্জ্বলন করে রাজ্যের ভবিষ্যৎ গঠনের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শহিদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে বহু শিল্পীর কণ্ঠে ড. ভূপেন হাজারিকার অমর গান “শহিদ প্রণামো তোমাক” পরিবেশিত হয়, যা আবেগ ও সম্মিলিত স্মৃতিচারণায় পুরো অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দেয়। অনুষ্ঠানে অসম আন্দোলনের শহিদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় এবং তাঁদের উত্তরাধিকার সংরক্ষণের প্রতি রাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দিনের শেষে মুখ্যমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগের গুরুত্বকে বিশেষভাবে স্বীকৃতি জানান। শহিদ স্মারক ক্ষেত্রের উদ্বোধন অসমের ইতিহাসকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে অসম আন্দোলনের চেতনার সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সঙ্গে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী অতুল বরা সহ অন্যান্য মন্ত্রী ও বিধায়করা।


