বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : কাটিগড়া থানার গুমড়া পুলিশ শনিবার সকালে এক তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য পেল। ত্রিপুরা থেকে মেঘালয়গামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক থেকে ১২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। সঙ্গে ছিল অবৈধ বার্মিজ সুপারি। অভিযানে ট্রাকচালক অজয়মণি জামাতিয়াকে আটক করা হয়েছে। তার বাড়ি ত্রিপুরায় বলে জানা গেছে। গুমড়া পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের মতে, অবৈধ পণ্য পাচার রুখতে এ ধরনের তল্লাশি ভবিষ্যতেও চলবে।


