বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বিশিষ্ট অধ্যাপক ও বিজ্ঞানীদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক সাফল্যের স্বীকৃতি জানাতে শুক্রবার এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসাম ইউনিভার্সিটি রিসার্চ স্কলার্স ফোরাম। এদিন এই অনুষ্ঠান আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগে। স্বাগত ভাষণ দেন স্কলার্স ফোরামের সভাপতি সন্দীপ দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের কৃতিত্বকে ‘গৌরবের মুহূর্ত’ বলে উল্লেখ করেন এবং ফোরামের পক্ষ থেকে গবেষণার উৎকর্ষ সাধনে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন। তিনি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই সাফল্য আসাম বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক ক্ষমতা ও আন্তর্জাতিক স্তরে অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন এমন সম্মান উদীয়মান গবেষকদের অনুপ্রাণিত করে ও যুগোপযোগী মানসম্মত গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যায়।

অনুষ্ঠানে সম্মানিত করা হয় এলসেভিয়ের ২০২৫ সালের ২ শতাংশ বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক অরুণজ্যোতি নাথ, অধ্যাপক পীয়ূষ পাণ্ডে, ড. রবিনারায়ন এন পারহি, ড. উৎপল সরকার ও ড. শুভদীপ রায়চৌধুরী।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে সম্মান জানানো হয় ২০২৫ সালের ‘উইমেন সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে’ ভূষিত অধ্যাপক ইয়াসমিন চৌধুরীকে। তাঁর অসামান্য গবেষণা অবদান ও তরুণ গবেষকদের উৎসাহিত করার ভূমিকা অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কলার্স ফোরামের সাধারণ সম্পাদক নাজিমা বেগম।


