বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ শ্রীনগরের নওগাম থানায়! মৃত্যু ৯ জনের

১৫ নভেম্বর : শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছে অন্তত ২৭ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আহতদের মধ্যে আরও পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জানা গিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তাতে ছিল বোমা তৈরির মশলা এবং অস্ত্রশস্ত্র। শুধু ফরিদাবাদ থেকে পুলিশ উদ্ধার করে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সেই বিস্ফোরক পদার্থগুলো পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কাশ্মীরে। রাখা হয়েছিল শ্রীনগরের নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে খবর। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছে অন্তত ২৭ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিক। নওগাম থানায় এই বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। নওগামের ঘটনাস্থলে রাতেই পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এলাকা খালি করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করে দেখতে নওগাম থানায় গিয়েছিলেন বেশ কয়েক জন ফরেন্সিক আধিকারিক। কী কারণে কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *