৮৯ জন ছাত্রী গভীর রাতে উধাও, মামলা

২৩ আগস্ট : হোস্টেল থেকে ৮৯ জন ছাত্রী গভীর রাতে উধাও। এমন ঘটনায় কর্তৃপক্ষ হতভম্ব হয়েছিলেন।হোস্টেলে ছিলেন ১০০ জন এর মধ্যে রয়েছেন কেবল ১১ জন

উত্তর প্রদেশের এক ছাত্রী হোটেলে এ ঘটনা ঘটেছে। এদিকে হোস্টেলে ছাত্রী অনুপস্থিতির এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার রাতে কাসতুরবা গান্ধী রেসিডেনশিয়াল গার্লস স্কুলে অভিযান চালান জেলা ম্যাজিস্ট্রেট নেহা শর্মা ।

তিনি জানান, হোস্টেলে নিবন্ধিত ছাত্রী ১০০ জন। কিন্তু তিনি পেয়েছেন ১১ জনকে। বাকি ৮৯ জন ছাত্রী কোথায় সে বিষয়ে দায়িত্বে থাকা শরিতা সিং কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। ম্যাজিস্ট্রেট বলেন, ‘এটি দায়িত্বে অবহেলা। ছাত্রীদের আবাসিক স্কুল এভাবে চলতে পারে না।’ ওই জেলার শিক্ষা কর্মকর্তা প্রেমচাদ যাদব বলেন –একজন শিক্ষক, হোস্টেল ওয়ারডেন, নিরাপত্তা রক্ষী ও নৈশ পাহারায় থাকা এক প্রান্তীয় রক্ষাদলের সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ ছাড়াও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Author

Spread the News