গাজায় খাদ্য, জল ও ওষুধ নিয়ে মিশরের ৩৩টি ট্রাক

৩০ অক্টোবর : মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে ৩৩টি ট্রাক খাদ্য, জল ও ওষুধ নিয়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ঢুকেছে। রবিবার ত্রাণবাহী এসব ট্রাক গাজায় প্রবেশ করে।

রাফা সীমান্তের মুখপাত্র ওয়ায়েল আবো ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর একসঙ্গে এত ত্রাণবাহী ট্রাক এর আগে গাজায় যায়নি।

ত্রাণকর্মীরা বার্তা সংস্থা এপিকে বলেন, চাহিদার তুলনায় এই ত্রাণ খুবই কম। হাজার হাজার মানুষ খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে জাতিসংঘের গুদামগুলোয় এসেছিলেন। কিন্তু প্রয়োজনমতো সেগুলো না পেয়ে তাঁরা ‘মরিয়া হয়ে উঠেছিলেন’।

Author

Spread the News