বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, কুশপুতুল দাহ করল কাছাড় জেলা ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার দলীয় কার্যালয় থেকে ক্ষুদিরাম বসু পয়েন্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়ে মুহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চা কাছাড় জেলা সভাপতি কুলদীপ চৌধুরী বাংলাদেশে হিন্দুদের উপর সংঘটিত নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচিতে উপস্থিত কর্মী-সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


