ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মৃত্যু যুবকের

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : বাড়ির পাশে ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মৃত্যু ঘটল এক যুবকের। এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় শুক্রবার লক্ষীপুরের লেদিয়াছড়া চা বাগানের তিন নম্বর বস্তিতে। জানা যায়, দিনমজুর রামশঙ্কর কৈরি (৪৫) এ দিন কৈরি সকালে ঘর থেকে বেরিয়েছিলেন সারাদিন বাড়ি না ফেরায় সন্ধ্যা বেলা বাড়ির লোকেরা খোঁজ খবর নিতে গিয়ে বাড়ির পাশে মৃতদেহ প্রত্যক্ষ করেন। দেখা যায় ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে গিয়ে মৃত্যু হয়েছে।

স্থানীয়দের দাবি বিদ্যুৎ বিভাগের অর্কমণ্যতার জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। মাটি থেকে মাত্র চার থেকে পাঁচ ফুট উচ্চতায় বিদ্যুৎবাহী একটি তার পরিত্যক্ত অবস্থায় বহুদিন যাবত পড়ে রয়েছে। বহুবার অভিযোগ জানালেও মেরামতির কাজে হাত দেয়নি লক্ষীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের কর্মীরা। যতক্ষন পর্যন্ত মৃতের পরিবারবর্গকে ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে স্থানীয়রা সাফ জানিয়েছেন তাঁরা মৃতদেহ সমঝে নিবেন না। এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে লক্ষীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের এসডিই ডি বর্মন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পল গেংমাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশকে সমঝে দেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মৃত্যু যুবকের
ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে মৃত্যু যুবকের

Author

Spread the News