লেনিনের প্রয়াণ দিবস পালন এসইউসিআই-র
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ও রুশ বিপ্লবের রূপকার ভ্লাদিমির ইলিচ উলিয়ানড লেনিনের ১০২ তম প্রয়াণ দিবস সারা দেশের সাথে সংহতি কাছাড় জেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি। এদিন সকাল ৮ টায় শিলচরে জেলা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এর পর লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত দলের কর্মী সমর্থকদের সামনে লেনিনের জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করে দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক ভবতোষ চক্রবর্তী।
তিনি বলেন, লেনিন শুধু রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার ছিলেন না তিনি বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতাও ছিলেন। বিশ্বের শোষিত নিপীড়িত জনগনের মুক্তির একমাত্র পথ সমাজতান্ত্রিক বিপ্লব। মার্কসবাদকে প্রয়োগ করে ১৯১৭ সালে রাশিয়াই মালিক শ্রেণীর শাসকে পরাস্ত করে শ্রমিক শ্রেণীর শাসন কায়েম করে সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করে প্রথম দেখিয়েছিলেন লেনিন। বর্তমান সময়ে সারা বিশ্ব সহ ভারতবর্ষের জনগনের উপর নেমে আসা পুঁজিবাদের শোষণ-শাসন থেকে মুক্তি পেতে মার্কসবাদ – লেনিনবাদকে প্রয়োগ করে সমস্ত শোষীত নিপীড়িত জনগণকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলতে হবে।