আম্বেদকরের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক গ্রেফতার, পরিবার ও এলাকাবাসীর সড়ক অবরোধ

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : আম্বেদকরের পোস্টার ছেঁড়ার অভিযোগে এক যুবককে গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়ল ধোয়ারবন্দ এলাকায়। শনিবার সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরিবারের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় বাপটু তরাত নামে এক যুবক দুই বন্ধুকে নিয়ে ধূয়ারবন্দ থানা এলাকার ডাকবাংলা সংলগ্ন আম্বেদকর পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কে বা কারা সেখানে লাগানো ড. বিআর আম্বেদকরের একটি ব্যানার ছিঁড়ে ফেলে। অভিযোগের ভিত্তিতে শম্ভু পুরকায়স্থ নামে এক ব্যক্তি বাপটুর বিরুদ্ধে ইউনিভার্সিটি থানায় মামলা দায়ের করেন।

পরিবারের দাবি, ওই রাতেই ইউনিভার্সিটি আউটপোস্টের পুলিশ ধূয়ারবন্দ থানার ওসির বাপটুর ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নাম করে থানায় নিয়ে যায় এবং আশ্বাস দেয় যে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দু’দিন ধরে থানায় যোগাযোগ করেও তাঁকে জামিনে মুক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা। বরং পুলিশ তাঁকে আদালতে চালান করে দেয়।

এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বাফটুর নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর কাছাড় জেলার অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম) রজত কুমার পাল এবং ধোয়ারবন্দ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁরা বিক্ষোভকারীদের আশ্বাস দেন, দ্রুত বাপটু তরাতকে ছেড়ে দেওয়া হবে। পুলিশের আশ্বাসের পর অবশেষে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *