বাংলাদেশ নৃশংস কাণ্ডের প্রতিবাদ ইয়াসির

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : বাংলাদেশের নৃশংস ও অমানবিক ঘটনার প্রতিবাদে শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করল ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। বুধবার প্রতিবাদী সভায় বিভিন্ন বক্তা বাংলাদেশের সরকারের “অন্ধ, বধির ও বোবা” ভূমিকার পাশাপাশি ভারতের সরকারের অত্যন্ত দুর্বল প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআরপিসিসি-র পক্ষে সাধন পুরকায়স্থ বলেন, কেন্দ্রীয় সরকার যেমন বাংলাদেশে সংঘটিত অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না, তেমনি মণিপুরের হিংসার ক্ষেত্রেও শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার যদি অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হয়, তবে পরিস্থিতি একটি ওয়ান-ডে ক্রিকেট ম্যাচের মতো হয়ে উঠবে এবং ভারত একদিনের মধ্যেই বাংলাদেশকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারে। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নীলাক্ষ চৌধুরী বাংলাদেশে নিরীহ মানুষ ও ভুক্তভোগীদের রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

মাতৃভাষা ঐক্য মঞ্চের সীমান্ত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য প্রমুখ মোহাম্মদ ইউনুসের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন এবং এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন বন্দিতা ত্রিবেদী রায়, মান্না দত্ত, জহর দে মজুমদার, গণেশ মণ্ডল, মনোজ কালোয়ার, পুষ্পাবতী রায়, সাহাবুদ্দিন আহমেদ, আহাদ বড়ভূইয়া প্রমুখ।সমগ্র প্রতিবাদ কর্মসূচির সঞ্চালনা করেন দিলীপ সিং।শেষে বাংলাদেশের অত্যাচারের শিকার ভুক্তভোগীদের প্রতি সংহতি জানিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে মোমবাতি প্রজ্বালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *