সাদিরখাল রাজাটিলা সড়কের কাজে ব্যাপক অনিয়ম, সরব জনগণ
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : সাদিরখাল রাজাটিলা সড়কে প্রায় দশ কোটি টাকার সিগন্যাচার প্রজেক্টের কাজে ব্যাপক নয়ছয়ের অভিযোগ তুলে কাজের সিবিআই তদন্তের দাবি জানালেন স্থানীয় সচেতন মহল। আমতলা বাজার সংলগ্ন ওই সড়কে দাড়িয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেন এলাকার সচেতন নাগরিকরা। পূর্ত বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে গর্জে উঠেন তারা। তারা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে অভিযোগ তুলে জানান, বরাদ্দকৃত কাজের মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে। তাও অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে।
প্রতিবাদকারী জনগণ জানান, কাজ শুরু হওয়ার প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করলে ঠিকাদার বা বিভাগীয় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। যেসব স্থানে গত দিন তিনেক আগে পিচ করা হয়েছিল সেটাও উঠে যাচ্ছে। এমনকি পুরনো পিচের উপর হালকা প্রলেপ দিয়ে সরকারের এমন মহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ করেন তারা। কাজের গুণগত মান সঠিক করে সাদিরখাল রাজাটিলা সড়কের কাজটি সম্পূর্ণ করার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করে এই কাজের উপর সিবিআই তদন্তের দাবি জানান এলাকাবাসী।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।