গুয়াহাটিতে গণধর্ষণের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৬, মূল তিন অভিযুক্ত ফেরার
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরে এক জঘন্য ঘটনা ঘটল। এক তরুণীকে গণধর্ষণ করেছে আট যুবক। অপকর্মের ভিডিও করে তরুণীকে নৃশংসভাবে নির্যাতন করেছে ৯ জন। পাঁচদিন আগে বড়গাঁও নিজরাপাড়ার দুর্গামন্দিরে পাশে রাতে এই জঘন্য ঘটনাটি ঘটেছে। ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
বড়গাঁওয়ের জনগণের সহযোগিতায় গরচুক পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। তিন প্রধান অভিযুক্ত মাস্টারমাইন্ড, রবিন দাস এবং দীপঙ্কর এবং কৃষ্ণ এখনও গ্রেফতার হয়নি।
তবে এখন পর্যন্ত কোন মামলা জমা পড়েনি বলে সংবাদ সূত্রে জানা যায়। পুলিশ ভাইরাল ভিডিও দেখে ছয়জন আটক করে। ধৃত যুবকদের নাম কুলদীপ, পিংকু দাস, মৃণাল, গগন, বিজয় এবং সৌরভ।