শিল্পী পেনশনে মনোনীত বীণাপাণি নাথ, খুশি

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : কাছাড়ের প্রবীণ ধর্মপ্রাণ মহিলা তথা ধামাইল সঙ্গীত ও লোকনৃত্য কীর্তনের শিল্পী বীণাপাণি নাথকে অসম সরকারের ২০২৩-২৪ সালে শিল্পী পেনশনে মনোনীত হয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৮৫ বছর। তিনি ৬৮৪ নম্বর হামিদ রাজা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে অবসর গ্রহণ করেন।

এর পরবর্তী সময়ে তিনি ২০০০ সালে তারাপুর জিপির পঞ্চায়েত সভানেত্রী হিসেবে পর পর দুইবার বিজেপি দল থেকে জয়ী হয়েছেন। এর পাশাপাশি তিনি সুদীর্ঘ বছর থেকে সম্পূর্ণ বরাক উপত্যকায় ধামাইল গান ও লোকনৃত্য কীর্তনের শিল্পী হিসেবে সুপরিচিত সঙ্গে পুরস্কৃত হয়েছেন। অসম সরকারের ‘শিল্পী পেনশন’ এ তাঁর নাম মনোনয়ন হওয়াতে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ সহ পরিচিতি মহলে খুশির হাওয়া বইছে।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News