সীমান্তবর্তী সুবোধনগরে মদ সহ অটো আটক ভিডিপির
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : ভারত-বাংলা সীমান্তবর্তী সুবোধনগরে বুধবার রাতে তিন কার্টন মদ আটক করে কাটিগড়া পুলিশকে সমঝে দেন ভিডিপি কর্মী সহ স্থানীয় যুবকরা। এদিন এএস ১১ ইসি ৪৪৯৪ নম্বরের একটি অটো গাড়ি দিয়ে তিন কার্টন মদ নিয়ে যাচ্ছিলেন ওই অটো গাড়ির চালক। বিষয়টি ভিডিপি সদস্য এবং স্থানীয় যুবক যথাক্রমে বাচ্চু মালাকার, রাখু দাস, রঞ্জন মালাকার, ইন্দ্রজিত নমঃশুদ্র, বিধান নমঃশুদ্র, নিরুপম মালাকারদের নজরে আসে। তারা অটোতে তল্লাশি করলে দেখা যায় এতে তিন কার্টন বিলেতি মদ রয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এই মদের কার্টন গুলো জনৈক শ্রীকান্ত নামক এক ব্যক্তির।
কাটিগড়া থানার বিষয়টি অবগত করালে, আধ ঘন্টার মধ্যেই এসআই এল চিংচং দলবল নিয়ে সুবোধনগরে ছুটে যান। খবর অনুযায়ী অটোতে বোঝাই তিন কার্টন বিলেতি মদ বাজেয়াপ্ত করেন। এদিকে চালকের কথা মত শ্রীকান্তকে খোঁজে বের করা হয়। শ্রীকান্ত নমঃশুদ্র স্বীকার করেন, মদ গুলো তিনিই ক্রয় করে এনেছেন। তবে আগামীতে আর মদ ক্রয় করে অবৈধ উপায়ে বিক্রয় করবেন না, এমন প্রতিশ্রুতিতে তাকে রেহাই দেওয়া হয় বলে জানা গেছে। কিন্তু চালককে আটক করে এবং উদ্ধার হওয়া মদের কার্টন থানায় নিয়ে আসেন এসআই এল চিংচং।
এদিন ভিডিপি সদস্য, স্থানীয় যুবকদের একটিভিটি এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসায় কাটিগড়া পুলিশের তৎপরতার প্রশংসা করেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী সত্যরঞ্জন দাস, ভিডিপি সম্পাদক মনিদ্রকুমার দাস, মন্টুরাম দাস, দীপককুমার দাস, রথীশরঞ্জন চক্রবর্তী সহ উপস্থিত সকলেই।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।